১/ তথ্য পূরণ করে লটারিতে অংশগ্রহন করা যাবে।
২/ অসম্পূর্ণ কিংবা ভুল তথ্য দিলে অংশগ্রহন বাতিল হয়ে যাবে।
৩/ লটারির ফলাফল ৩১শে অক্টোবর প্রকাশ করা হবে।
৪/ লটারীতে বিজয়ী প্রথম ৩ জন পাবেন TP-Link Deco M4 রাউটার, পরবর্তী ১০ জন পাবেন দেয়াল ঘড়ি কিংবা মগ।
৫/ শুধুমাত্র গাজীপুরের জয়দেবপুর এলাকায় বসবাসরত ব্যক্তিগন এই লটারিতে অংশগ্রহন করতে পারবেন।
৬/ একজন শুধুমাত্র একটি ফর্ম পূরণ করতে পারবেন, একাধিক করলে তা বাতিল বলে গণ্য হবে।
৭/ লটারির পুরষ্কার বিজয়ীদেরকে ফোন নম্বরে কল করে জানিয়ে দেয়া হবে।
৮/ এক্সোর্ড অনলাইন কর্তৃপক্ষ লটারির বিষয়ে যে কোন সিদ্ধান্ত পরিবর্তন /পরিবর্ধন /সংযোজন /বিয়োজন /বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।